মাদারীপুরের মোস্তফাপুরে জমে উঠেছে দেশী ফলের আড়ৎ

- আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ঢাকা-বরিশাল মহাসড়কে, মাদারীপুরের মোস্তফাপুরে জমে উঠেছে দেশী ফলের আড়ৎ। ভোর থেকেই কেনা-বেচায় ব্যস্ত হয়ে পড়েন পাইকার ও আড়ৎদাররা। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে আসা মৌমুসী ফল এখানে বেশি পাওয়া যাচ্ছে। দূর-দূরান্তের শত শত ব্যবসায়ী প্রতিদিন আসছেন পাইকারি ফল কিনতে। এ অবস্থায় স্থায়ী আড়ৎ নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সমিতি।
ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে জমে উঠে ফলের আড়ৎ। রাতভর দক্ষিনাঞ্চলের পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা জেলা থেকে আসে তরমুজ, ফুটি, আনারস, পেয়ারাসহ বিভিন্ন ফল। ফরমালিনমুক্ত ও তাজা হওয়ায় এখানের ফলের কদর বেশি।
কেনাবেচা সুবিধাজনক হওয়ায় মানিকগঞ্জ, মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইলসহ বিভিন্ন জেলার পাইকাররা এখানে আসে ফল কিনতে। তবে, প্রচুর আমদানিতেও ফলের দাম রয়েছে উর্দ্ধমুখী।
স্থায়ী আড়ৎ নির্মানের দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠনের নেতারা।
এখানে প্রতিদিন অর্ধকোটি টাকার ফল কেনাবেচা হয়। অর্ধশত ফলের আড়তে প্রায় চার শতাধিক শ্রমিক কাজ করে।