মাদারীপুরের কালকিনিতে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
 - / ১৬১০ বার পড়া হয়েছে
 
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি হয়েছে।
রোববার রাতে সংঘবদ্ধ মুখোশ পরা ডাকাত দল গ্রিল ভেঙ্গে ঘরে ঢোকে। সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ২১ ভরি স্বর্ণালংঙ্কার, নগদ এক লাখ ২১ হাজার টাকা, ২টি মোবাইল সেট, পোশাকসহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আলমারির চাবি দিতে না চাওয়ায় স্কুল শিক্ষিকা আসমা ইয়াসমিনকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা করলে ভুক্তভোগীর পরিবারকে হত্যার হুমকি দেয় ডাকাত দল। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
																			
																		















