মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণিসহ ৩ আসামী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণিসহ ৩ আসামী। এছাড়া আগামী ১৫ নভেম্বর এই মামলায় চার্জশিটের গ্রহনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।
সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তিনি। বিচারক রবিউল ইসলামের আদালত পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। চার্জশিটে পরীমণি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমণিকে আটক করে রেব।