মাদক ও যানজটমুক্ত নগরী গড়তে কাজ করছে পুলিশ ও সিটি কর্পোরেশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:১১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদের নেতৃত্বে মাদকমুক্ত নগরীর পাশাপাশি যানজটমুক্ত নগর গড়তে সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ।
দুপুরে মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নবগঠিত মেট্রোপলিটন পুলিশ ১ হাজার ৪১০টি মামলার চার্জশীট দিয়েছে, ৩ হাজার ৪৭৮ জন আসামী গ্রেফতারসহ ১৯টি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। এসময় উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন ও মহিদুল ইসলাম এবং গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম পাঠকসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।