মাথা নত করিনি বলে ষড়যন্ত্র ও চক্রান্ত আরও বাড়িয়ে দিয়েছে তারা : প্রধানমন্ত্রী
																
								
							
                                - আপডেট সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
 - / ১৮১৭ বার পড়া হয়েছে
 
যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দেয়নি তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাথা নত করিনি বলে ষড়যন্ত্র ও চক্রান্ত আরও বাড়িয়ে দিয়েছে তারা। বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ দুর্নীতি করতে নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করতেই ক্ষমতায় এসেছে উল্লেখ করে জাতির পিতার কন্যা কারও কাছে মাথা নত করবে না বলে জানান শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এতে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানোর আহবান জানান তারা। জনকল্যাণে নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, শুধুমাত্র নৌকা মার্কা ভোট পেলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছে উল্লেখ করে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে জানান সরকার প্রধান। ক্রিকেটার শাকিব আল হাসানসহ ফরিদপুরের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা।
																			
																		














