মাগুরায় পাট ব্যবসায়ীদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মাগুরায় পাট ব্যবসায়ীদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাট ব্যবসায়ী সমিতি।
সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশিনাথপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। ব্যবসায়ীরা জানান, ২০১৯-২০ অর্থবছরে রাষ্ট্রায়াত্ত পাটকলগুলোর পরিচালনা সংস্থা- বিজেএমসি তাদের কাছ থেকে ৬ লক্ষ ৩শ’ ৬০ মণ পাট কেনে। যার বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। এর মধ্যে মাগুরার পাট ব্যবসায়ীদের মাত্র ১২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। মাগুরা পাটক্রয় কেন্দ্র থেকে এসব পাট মিলগুলোতে স্থানান্তর করতে চাইলে বকেয়া টাকা পরিশোধ না করে পাট স্থানান্তরে বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা ।