মাউন্ড মঙ্গানুই টেস্টে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মাউন্ড মঙ্গানুই টেস্টে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান। সেঞ্চুরি তুলে আলো ছড়িয়েছেন ডেভন কনওয়ে।
যদিও শুরুতে বাংলাদেশকে ভাল শুরু এনে দেন শরিফুল ইসলাম। দলীয় ১ রানে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে ফেরান এই পেসার। দ্বিতীয় উইকেটে বিপর্যয় কাটান উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ৫২ রানে ইয়ং ফিরলে কনওয়ের সাথে ভাঙ্গে ১৩৮ রানের জুটি। রান আউটে কাটা পড়েন ইয়ং। এরপর রস টেইলরকেও টিকতে দেননি শরিফুল। তবে, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে দলকে বড় সংগ্রহ দিকে নিয়ে যান কনওয়ে। আউট হন ১২২ রান করে। টম ব্লান্ডেলকে ১১ রানে ফিরিয়েছেন ইবাদত। তবে, দিনের বাকী সময়টায় দলের আর কোন বিপদ হতে দেননি হেনরি নিকোলস। ৩২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। এই ম্যাচে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।




















