মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের একাংশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭৭১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের একাংশ।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় বিক্ষোভকারী নেতা-কর্মীরা বলেন, জেলা ছাত্রলীগ টাকার বিনিময়ে অযোগ্য, অছাত্র ও মাদকসেবীদের নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছে। এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। এক মাস আগে কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও সোহেল হোসেন জীবনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।























