মহাসড়কে ডাকাতি প্রতিরোধে সালনায় পুলিশের মতবিনিময় সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈ মহাসড়কে ডাকাতি প্রতিরোধে সালনা হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সালনা হাইওয়ে থানা গাজীপুর রিজিওনের উদ্যোগে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পরিবহন সংশ্লিষ্ট মালিক, চালক ও হেলপার এবং অনন্য শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে। বিকেলে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে ঢাকা- টাঙাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহমদ খানসহ আরো অনেকেই।























