মহাসড়কে খোড়াখুড়ি বাড়িয়েছে বাড়তি যন্ত্রণা

- আপডেট সময় : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনার বিধিনিষেধ শিথিল করায় কোরবানীর ঈদ করতে এবার বেশ আগে থেকেই বাড়ী ফিরতে শুরু করেছে মানুষ। বিধি শিথিলের পর থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা। আবার ঈদের তৃতীয় দিন থেকে কঠোর বিধিনিষেধ বহালের ঘোষণার কারণেও প্রচুর মানুষ গ্রামের বাড়ী যাচ্ছেন। এতে একদিকে যেমন সড়ক-মহাসড়কে বেড়েছে মানুষের চাপ, সেই সাথে বেড়েছে অতিরিক্ত যানবাহনও। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার উপর মহাসড়কে খোড়াখুড়ি বাড়িয়েছে বাড়তি যন্ত্রণা।
ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক– উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ পশ্চিমাঞ্চলেরও বেশ কয়েকটি জেলার অন্যতম যাতায়াতের পথ। প্রায় প্রতিবারই এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নাজেহাল হতে হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এসবের সাথে এবার বাড়তি ভোগান্তি হিসেবে দেখা দিয়েছে মহাসড়কে চলমান ৮ লেনের উন্নয়ন কাজ। দীর্ঘদিন ধরে চলা এ উন্নয়ন কাজে মহাসড়কের দুপাশের বিভিন্ন অংশ খোড়াখুড়ি করে ফেলে রাখায় সৃষ্টি হয়েছে খানা-খন্দের। এতে প্রায়শই ঘটছে দূর্ঘটনা। এতে পঙ্গুত্ব বরনের পাশাপাশি ঘটছে প্রচুর প্রাণহানীর ঘটনাও। খানাখন্দের কারণে দূর্ঘটনাসহ ঘন্টার পর ঘন্টা যানজটের কবলে পড়তে হয় বলে জানালেন চালকরা।