মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে সেনবাগের ৮নং বিজবাগ ইউনিয়নের মজুমদার হাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে।
আলোচনা শেষে ইউনিয়নের সংবর্ধিত ৬৮ জন বীর মুক্তিযোদ্ধার হাতে উপহার তুলে দেয়া হয়। বিজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ফরিদ উদ্দিন মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তৎকালীন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক একেএম ফারুক ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত। ছাত্রলীগ নেতা- খোরশেদ আলম পারভেজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সেলিম উদ্দিন কাজল।




















