মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল রেলি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
 - / ১৬৩৬ বার পড়া হয়েছে
 
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল রেলি করেছে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রেলির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, রেলির আহ্বায়ক আলী নিয়ামতসহ অনেকে উপস্থিত ছিলেন। রেলিতে লাল-সবুজের পতাকা ধারণ করে কয়েকটি ক্লাবসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
																			
																		













