মহাখালীতে সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুই নারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭০৯ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুই নারী নিহত হয়েছে। গেলো রাত পৌনে ১টায় এই দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ডিউটি অফিসার জানান, মহাখালী সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ জানান, ওই দুই নারীকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। তাদের নাম-ঠিকানা এখনো জানতে পারিনি পুলিশ। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুটির সামনে সাংবাদিক লেখা ছিল বলে অনেকেই ঘটনাস্থল থেকে জানিয়েছে।
















