মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত আয়োজনসহ ১৪টি নির্দেশনা

- আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনার কারণে এবার খোলা জায়গার পরিবর্তে মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত আয়োজনসহ ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
মহামারী করোনার প্রাদুর্ভাবে ওই দিন ঈদগাহ বা উন্মুক্ত স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। এই ক্ষেত্রে ধর্মপ্রাণ মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা যেতে পারে।এছাড়াও
ঈদের নামাজের জামাতের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা , ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট না বিছানো, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসা, মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার না করা, করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদে প্রবেশ পথে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখা, ঈদের জামাতে আগত মুসল্লিদের মাস্ক পরা,ঈদ জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।