মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁর পৌরবাসী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁর পৌরবাসী। দিন-রাত ২৪ ঘন্টাই সমানতালে সহ্য করতে হচ্ছে মশার অত্যাচার। ক্রমশ্ব অসহনীয় হয়ে উঠছে পরিস্থিতি।
নওগাঁর পৌরসভা প্রথম শ্রেনীর হলেও পরিচ্ছন্নতায় দৈন্যতার দেখা মিলবে এলাকাজুড়ে। স্থানীয়রা বলছেন, ড্রেন আর নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করা হয়না। ডাষ্টবিন না থাকায় আবর্জনা পড়ে থাকে শহরের ড্রেনে। আর এসব যায়গায় জন্ম নিচ্ছে মশা। রাত তো বটেই দিনের বেলাতেও জ্বালাতে হচ্ছে কয়েল, টানাতে হচ্ছে মশারি। চিকিৎসকরা বলছেন, এখনই ব্যবস্থা নেয়া না গেলে ভয়াবহ বিস্তার ঘটতে পারে ডেঙ্গু ও ম্যালেরিয়ার।










