মশার অত্যাচারে ডেঙ্গুর আশংকায় আতংকিত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গা পৌরবাসী

- আপডেট সময় : ০২:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে মশার অত্যাচারে ডেঙ্গুর আশংকায় আতংকিত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গা পৌরবাসী। দিন দিনই বাড়ছে মশার উপদ্রব। সন্ধ্যা নামার সাথে সাথে মশার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্তের আশংকা বাড়ছে। পৌর কর্তৃপক্ষ বলছে, করোনা ও মশা প্রতিরোধে কাজ শুরু করেছে তারা। তবে এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা মশা নিধনে কোন পদক্ষেপই হাতে নেয়নি।
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মশার উপদ্রব ব্যাপক হারে বেড়ে গেছে। বিকাল হতেই উৎপাত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় বেশিরভাগ নারী-পুরুষ হোম কোয়ারেন্টিনে রয়েছে। কিন্তু মশার অত্যাচারে ঘরে বসবাস করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা পড়েছে আরো বেকায়দায়। তারা পড়ার টেবিলে বসতে পারছে না। মশা মারার স্প্রে বা কয়েলেও কাজ হচ্ছেনা। পৌরসভার নাগরিকদের অভিযোগ, সম্প্রতি পাড়া মহল্লায় পরিচ্ছন্নতা কর্মিদের দেখাই যায় না।
এখনই শহর পরিস্কার পরিচ্ছন্ন করা না গেলে, ডেঙ্গুসহ নানা মশা বাহিত কঠিন রোগে আক্রান্ত হতে পারে এলাকাবাসী, জানালেন এ স্বাস্থ্য কর্মকর্তা। তবে মেয়রের দাবি মশা নিধনে পাড়া মহল্লায় ওষুধ ছিটানো শুরু হয়েছে, পাশাপাশি ডেঙ্গুর ব্যাপকতারোধে কাজ করবে পৌরসভা।