ময়মনসিংহ জেলা ও মহানগর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল
- আপডেট সময় : ০২:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / ১৯৩১ বার পড়া হয়েছে
৬ বছর পর কাল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। প্রার্থী ও সমর্থকদের তোরণ, ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিশাল আকৃতির নৌকায় তৈরি করা হচ্ছে সুসজ্জিত প্যান্ডেল। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০১৬ সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট জহিরুল হক খোকা। সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। মহানগর কমিটিতে সভাপতিএহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত নির্বাচিত হন।
সম্মেলনে বর্তমান কমিটির নেতারা ছাড়াও একাধিক নতুন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। নেতারা চাইছেন, জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আস্থাভাজনরাই আসবেন।
দলকে সু-সংগঠিত করে মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজাতে নিজেদের যোগ্যতা তুলে ধরে দলীয় সভাপতির প্রতি আস্থা রেখে সময় পার করছেন অনেকে।
অন্যদিকে, সংসদ নির্বাচনের আগে সম্মেলনের কারণে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ পদে ত্যাগী ও পরীক্ষীতদের মূল্যায়ন চান তারা।
নতুন-পুরনো মিলিয়ে জেলা ও মহানগরে নেতা নির্বাচিত হবে প্রত্যাশা স্থানীয় সমর্থকদের।















