ময়মনসিংহে বাস-পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৮৭১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বাস-পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন। গেলো রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে পড়ে। অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে যায় এবং বাসটির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়।