ময়মনসিংহে দিন দিন বাড়ছে শব্দ দূষণের মাত্রা

- আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৫১১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দিন দিন বাড়ছে শব্দ দূষণের মাত্রা। বাস, ট্রাক থেকে শুরু করে অটোরিকশা, ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান চালকরা যেমন খুশি তেমন করে বাজাচ্ছেন হাইড্রোলিক হর্ন। তোয়াক্কা করছে না কোন নিয়মনীতির। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে এই শহরে নাগরিক জীবন। অতিরিক্ত শব্দের কারণে কান, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ব্যক্তি ও শিশুরা। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে শব্দ দূষণ রোধে নেয়া হচ্ছে ব্যবস্থা।
গাড়ীর হর্ন, ইট ভাঙ্গা মেশিন, মাইকিং এর বিকট শব্দে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। এক সময়ের শান্ত এই শহরে গত কয়েক বছরে বেড়ে গেছে শব্দ দূষণের মাত্রা। শহরের ভিতরে সরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকার পরও এবিষয়ে নিরব প্রশাসন।
শহররের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ, অফিস আদালত এমনকি হাসপাতালের সামনেও যানবাহনের চালকরা অকারণেই বাজাচ্ছেন হাইড্রোলিক হর্ণ। গুরুত্বপূর্ণ এসব স্থানে হর্ন বাজানো নিষেধ থাকলেও মানছেন না কোন চালক। মাত্রাতিরিক্ত শব্দ দূষণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থী, রোগী ও পথচারীরা।
অতিরিক্ত শব্দের কারণে বয়স্ক ব্যক্তি ও শিশুরা শ্রবণ শক্তি হ্রাস, মাথা ব্যথা, নিদ্রাহীনতা, পড়ালেখায় অমনযোগী সহ নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
শব্দ দূষণ রোধে মোবাইল কোর্টের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচলনা করা হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক।
শুধু আশ্বাস নয়, শিগগিরই শব্দ দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।