ময়মনসিংহে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে শ্যামল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেলো রাতে উপজেলার আলোকদি গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত শ্যামল ওই এলাকার মৃত হযরত আলী ম্যানেজারের ছেলে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ জানান, রাতে আলোকদি গ্রামের কাঁচা রাস্তায় জনৈক বাবুলের দোকানের সামনে দুর্বৃত্তরা শ্যামলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শ্যামল বালু ও ড্রাম ট্রাকের ব্যবসায়ী ছিলেন।