ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ১৯৯১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৪ জন।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুরে এ দুঘর্টনা ঘটে। ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, সকালে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন একটি বাস ইউটার্ন নেয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা বাসটিকে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২জন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।