মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের যত্নবান হওয়ার নির্দেশ সিইসির

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের যত্নবান হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এতথ্য জানান। সিইসি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে গৃহিত ও প্রত্যখ্যাত মনোনয়নপত্রের পরে ইসির কাছে আপিল করা হয়। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই যে আপিলটা শুনবে, রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন, তা সঠিক ও শুদ্ধ হলে, উচ্চ আদালতেও তা সমর্থিত হবে। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল হবে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।