মধু সংগ্রহের সময় বাঘের হামলায় মৌয়াল নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের হামলায় মৌয়াল সোলাইমান শেখ নিহত হয়েছে।
নিহত সোলাইমান শেখ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে। বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটলেও শুক্রবার ভোর বিষয়টি জানা যায়। নিহত মৌয়াল সোলাইমান শেখ শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদারা গ্রামের আনছার শেখের ছেলে।নিহতের প্রতিবেশী জুবায়ের হোসেন জানান, তিন দিন আগে ৭-৮ জনের একটি দল ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যায়। বৃহস্পতিবার সকালের দিকে সোলাইমান শেখকে বাঘে ধরে নিয়ে যায়। পরবর্তীতে বাঘের মুখ থেকে মরদেহ উদ্ধার করে ভোরে বাড়িতে খবর দেয় সঙ্গে থাকা মৌয়ালরা।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বিষয়টি নিশ্চিত করেছে।