মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশে চা-শ্রমিকদের ৯ম দিনের কর্মবিরতি

- আপডেট সময় : ০১:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার ২৪টিসহ দেশের চা বাগানগুলোতে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ৯ম দিনের মত কর্মবিরতি চলছে।আজও তারা কাজে যোগ দেননি। ফলে চায়ের ভরা মৌসুমে বাগান পড়েছে ব্যপক ক্ষতির মুখে।নষ্ট হচ্ছ পাতা। গতকাল শ্রমিকদের সঙ্গে কথা বলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। তিনি কর্মবিরতি স্থগিত করে শ্রমিকদের কাজে যোগদানের অনুরোধ জানান। চা শ্রমিক ইউনিয়ন তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বহাল রাখেন।
গতকাল সকাল থেকে আড়াইটা পর্যন্ত শ্রম উপপরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের সভাকক্ষে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা হয়। এসময় মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী বলেন, তিনি মজুরি নিয়ে কথা বলতে আসেননি। মজুরি নিয়ে কথা বলবেন মজুরি কমিশন, মন্ত্রী, সচিব, ও মালিক পক্ষ। তিনি জানান, শ্রমিক ধর্মঘটে প্রতিদিন বাগান মালিকদের ৮ কোটি টাকা লোকসান হচ্ছে। তিনি শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানান। চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, তারা আন্দোলনের যে পর্যায়ে আছেন, সেখান থেকে সরে আসা সম্ভব না। তৃণমূল পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেখান থেকে মজুরি বৃদ্ধির ঘোষণা আসা ছাড়া ফেরা যাবে না। নেতারা বলেন, দীর্ঘ ১৯ মাস থেকে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে মালিকপক্ষ কথা বলতে রাজি হচ্ছে না। অথচ দুই বছর পরপর মজুরি বৃদ্ধির করার কথা।