মজুদদারদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেয়া হবে

- আপডেট সময় : ০৫:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
গরম মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোক্ত অধিকার অধিদপ্তরের মহাপরিচালক জানান, বাজার অস্থিতিশীল করতে যারা পণ্য মজুদ করবে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেয়া হবে। মূল্য তালিকা নিশ্চিত করতে হবে। মূল্য তালিকা নিশ্চিত করবে বাজার কমিটি। নিশ্চিত করতে না পারলে বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবার রমজানে কঠোর অস্থানে যাবে ভোক্তা অধিকার। গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য নেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করা হচ্ছে। আশা করা যায় এলসির জটিলতা কেটে যাবে। রাজস্বের ক্ষেত্রে একটি স্থির রেট ধরে দেয়ার বিষয়টি বিবেচনা করা যায়। শুধু আইন প্রয়োগ করে সম্ভব না নিজেরা সচেতন হতে হবে। মশলার আমদানি ও বাজারজাতকরণে ৫৮.৬% রাজস্ব দিতে হয়। এটা কমানো উচিত। ব্যাংকে অতিরিক্ত টাকা দিলে এলসি খুলতে পারেন ব্যবসায়ীরা।