ভয়াবহ করোনা পরিস্থিতিতেই বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

- আপডেট সময় : ০৩:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে ভারতের বিধানসভা নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ। আজ স্থানীয় সময় সকাল ৭টায় ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এই দফায় মমতা বন্দোপাধ্যায়ের সাবেক আসন ভবানীপুরে ভোটগ্রহণ চলছে।
ভারতের সংবাদ মাধ্যমগুলি জানায় যারা করোনা পজিটিভ এবং নির্বাচন কমিশনের লোক, তাদেরও ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মমতা। এদিকে, ভোট শুরুর পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় ভোটারদের সব ধরনের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন জানায়, এই দফায় ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা থাকলেও প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ হবে ১৬ মে। মোট ৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সাড়ে ৬শ’র বেশি সেক্টর অফিসের দায়িত্বে থাকবেন একজন এসআই বা এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তা।