ভোলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভোলায় পুলিশের সাথে জলদস্যুদের বন্দুক যুদ্ধের ঘটনায় সফিকুল ইসলাম নামে এক জলদস্যু নিহত হয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রতিদ্বন্দ্বী দুই জলদস্যু গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও ইলিশা ফাড়ির পুলিশ টিম ভেদুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে এবং ট্রলারযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দস্যুদলের সদস্য শফিকুলের লাশ উদ্ধার করা হয়।