ভোলায় উগ্রবাদ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
ভোলায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভোলা জেলা পুলিশ এ কর্মশালার আয়োজন। কর্মশালায় ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেলিন।
রাঙামাটিতেও গণমাধ্যমকর্মী, ছাত্র ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে “উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার হয়েছে।










