ভোট কারচুপির চিত্র জাতির কাছে তুলে ধরায় সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে

- আপডেট সময় : ০৩:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ভোট কারচুপির চিত্র জাতির কাছে তুলে ধরায় সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন, ঢাকা দক্ষিণে বিএনপি’র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর, নির্বাচন প্রক্রিয়ায় কারো ওপর হামলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন উত্তরে বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেয়া থাকলেও, তারা তা পালন করেনি বলেও দাবি করেন এই দু’ নেতা।
বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে– আগাম নিউজের সাংবাদিক সুমন এবং যুবদল নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেনকে দেখতে গিয়ে তারা এসব কথা বলেন। এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নিশ্চুপ থাকার সমালোচনা করেন তাবিথ আউয়াল। আর ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির সাথে কাজের কোনো মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। এ সময় নির্বাচনকালে সাতজন সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানান তারা।