ভোটের গোপনকক্ষে উঁকি দেয়া বড় কোন বিষয় নয়

- আপডেট সময় : ০৯:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভোটের গোপনকক্ষে উঁকি দেয়া বড় কোন বিষয় নয়। সরকারি ছুটি থাকায় এবং বিএনপির নেতিবাচক প্রচারণায় সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিলো মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তবে আমেরিকার তুলনায় ভোটার উপস্থিতি বেশিই ছিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি’র হরতালে জনগণ সাড়া দেয়নি।
সিটি নির্বাচনে উত্তরে মাত্র ২৫ শতাংশ আর দক্ষিণে ২৯ শতাংশ ভোটার ভোট দিয়েছে। সংঘর্ষের খবর তেমন না থাকলেও ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে নানা মহলে।
তথ্যমন্ত্রী মনে করেন ভোটারদের এমন কম উপস্থিতির বেশকিছু কারণ আছে।
তবে তিনি বলেন, আমেরিকার জাতীয় নির্বাচনের তুলনায় বাংলাদেশের এই নির্বাচনে উপস্থিতির হার ভালো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উৎসবমুখর পরিবেশ থাকার পরও কেন ভোটাররা কেন্দ্রে আসেনি সেটি গবেষণা করে দেখা দরকার।
মন্ত্রী আরো বলেন, বিএনপির হরতালে মানুষ সাড়া দেয়নি। তবে পরীক্ষার্থীদের কিছুটা ভোগান্তি হবে।