ভোটগ্রহণ স্থগিত ঘোষণার প্রতিবাদে উত্তাল গাইবান্ধার সাদুল্যাপুর

- আপডেট সময় : ০৫:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
তিনটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত ঘোষণার প্রতিবাদে, উত্তাল হয়ে উঠেছে গাইবান্ধার সাদুল্যাপুর। চলছে মিছিল-মিটিং ও সড়ক অবরোধের মতো কর্মসূচি। সম্ভাব্য প্রার্থীরা চাচ্ছেন তফসিল ঘোষিত তারিখেই নির্বাচন হোক; আর ভোটাররা চান ভোট প্রয়োগের অবাধ সুযোগ।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়নের ভোট গ্রহনের জন্য ২৫ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুসারে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিতে থাকে সম্ভাব্য প্রার্থীরা। অনেকে কেনেন মনোনয়ন ফরম। জমা দেবার প্রস্তুতিও নেন তারা। কিন্তু ১৭ মে এ তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
কোনো কারন না দেখিয়ে হঠাৎ ভোট গ্রহন স্থগিত করায় ক্ষুব্ধ স্থানীয় ভোটার ও সম্ভাব্য প্রার্থীরা। তফসিল ঘোষিত তারিখে ভোট গ্রহনের দাবিতে এলাকায় চলছে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ।সম্ভাব্য প্রার্থীরা চান, নির্ধারিত দিনেই হোক ভোট গ্রহন।
সাধারন ভোটাররা চান, ভোটের অধিকার প্রয়োগ করতে। নির্বাচন স্থগিত করায় ভোটের অধিকার খর্ব করার কথা জানান তারা।
নির্বাচন কমিশনের চিঠিতে সাদুল্যাপুর উপজেলার তিনটি ইউনিয়নের নাম না থাকায়, চলমান নির্বাচন প্রক্রিয়া বন্ধ করার কথা জানায় জেলা নির্বাচন অফিস।
আগামী ১৫ জুন সারা দেশের ১৩৫ ইউনিয়নের সাথে সাদুল্যাপুরের ৩টি ইউনিয়নের ভোট গ্রহনের কথা ছিল।