ভেলাবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
 - / ১৫৭৪ বার পড়া হয়েছে
 
লালমনিরহাটে আদিতমারীর ভেলাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত সুবল চন্দ্র সাদ্দাম ওই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেল্কু চন্দ্রের ছেলে। তিনি পেশায় গরু আনা নেয়ার কাজ করতেন। স্থানীয়রা জানায়, ভোরে বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে সুবলসহ ৫/৬ জন ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করে। এসময় ভারতের কোচবিহার জেলার ৭৫ বিএসএফের কইমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সুবলের মৃত্যু হয়। সকালে সীমান্তের শূন্যরেখায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
																			
																		













