ভূমিদস্যুর করালগ্রাসে অস্তিত্ব সংকটে পড়েছে বুড়িগঙ্গা

- আপডেট সময় : ১২:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাভারের ভাকুর্তায় বুড়িগঙ্গার বুক চিরে গড়ে উঠছে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা। কতিপয় ভূমিদস্যুর করালগ্রাসে অস্তিত্ব সংকটে পড়েছে বুড়িগঙ্গা। নিষেধাজ্ঞার মধ্যেও প্রকাশ্যে নদী দখলের এ মহোৎসব চলছে। সীমানা সংক্রান্ত জটিলতায় কার্যত কোন পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে বলে দাবী স্থানীয় প্রশাসনের।
সাভার উপজেলার সীমান্ত ঘেষা ভাকুর্তা ইউনিয়নের পাশ দিয়েই বয়ে গেছে বুড়িগঙ্গার শাখা নদী, যেখানে একসময় চলতো বড় বড় লঞ্চ আর ট্রলার। কথিত প্রভাবশালী ভূমিদস্যুদের দখলে এখন বিলীন হওয়ার পথে বুড়িগঙ্গার এ শাখা নদী। দু’পাশে ভরাট করে কেউ নির্মান করছে বহুতল আবাসিক ও বানিজ্যিক ভবন, কেউ বানিয়েছে পাকা মার্কেট। কেউ আবার দেয়াল দিয়ে নিয়েছে নিজের দখলে। মালিকানার স্বপক্ষে দলিলপত্র দেখাতে একাট্টা সবাই।
স্থানীয় প্রশাসন বিষয়টি অবহিত হওয়ার পরও চক্রটি দখলদারিত্ব কিভাবে বজায় রেখেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। দখলদারদের অবৈধ স্থাপনা নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে, জানান এ ভূমি কর্মকর্তা । বিষয়টি তদন্ত করে আইনী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে বলা হয়েছে, জানান স্থানীয় সরকারের এ প্রতিনিধি। ভূমিদস্যুর কবলে অস্তিত্ব সংকটে পড়া ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী শিগিগিরই রক্ষার দাবি সাভারবাসীর ।