ভাড়ায় মোটরসাইকেল চালক ইকবাল মোল্যা নামে এক ব্যক্তিকে উপর্যুপরি কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মাদারীপুরে ভাড়ায় মোটরসাইকেল চালক ইকবাল মোল্যা নামে এক ব্যক্তিকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ খবর পেয়ে সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় নতুন রাস্তার পাশে একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ।এ সময় রাস্তার পাশ থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহত ইকবাল রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর মোল্যার ছেলে। মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ বলেন, “ময়না তদন্তের পরেই হত্যার রহস্য বেরিয়ে আসবে। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”