ভালুকায় শিল্পকারখানার শ্রমিকদের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় শিল্পকারখানার শ্রমিকদের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
বিকেলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ জোনের উদ্যোগে উপজেলার এনভয় এবং এসকিউ গ্রুপের শ্রমিকদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান এবং অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম আওলাদ হোসেন, ময়মনসিংহ-৫ জোনের পুলিশ সুপার মিজানুর রহমানসহ শিল্পকারখানার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















