ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিসেম্বরের মাঝামাঝি ভার্চুয়াল বৈঠক করবেন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও ভারতের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এছাড়া ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। দুপুরে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাতশেষে সাংবাদিকদের একথা জানান ড. মোমেন। এসময় বাংলাদেশের মানুষের ভ্রমণের স্বার্থে সড়ক ও রেলপথ খুলে দিতে ভারতকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।