ভারি বর্ষণের ফলে রাজশাহী নগরীর নিচু এলাকা তলিয়ে গেছে
																
								
							
                                - আপডেট সময় : ০১:১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
 - / ২১৭১ বার পড়া হয়েছে
 
এদিকে, ভারি বর্ষণের ফলে রাজশাহী নগরীর নিচু এলাকা তলিয়ে গেছে। তিস্তার প্রবল স্রোতে ভেঙে গেছে রংপুরের গঙ্গাচড়ার গ্রামরক্ষা বাঁধ।
দুদিনের টানা বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে নগরীর প্রায় সকল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চলতি বছরের এই প্রথম সর্বোচ্চ ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় রাজশাহীতে। এদিকে, ভারী বর্ষণে ময়মনসিংহে সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্র ও কন্ট্রোল রুমে পানি ঢোকায় রাতে নগরীর ৫০ শতাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভারতের উজান থেকে ভাটির দিকে ধেয়ে আসা তিস্তার প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়া এলাকার স্বেচ্ছাশ্রমে তৈরি করা গ্রামরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা ভেসে যাওয়ার পাশাপাশি কয়েক শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৪টার দিকে বাঁধটি ভেঙে যায়। বাঁধ রক্ষায় কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জে পানি কমে বন্যার শঙ্কা কেটে স্বস্তি ফিরেছে জনমনে। এর আগে তিস্তার পানি বেড়ে ইউনিয়নের চরাঞ্চলের আবাদি জমি ও ঘরবাড়ি প্লাবিত হয়। তবে পানি কমলেও জনমনে শুরু হয়েছে ভাঙ্গণ আতঙ্ক।
অতিবৃষ্টিতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটের এক কিলোমিটার রেল লাইনের ওপর পানি উঠেছে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
																			
																		













