ভারত থেকে দুর্গা পুজার আগেই আবার পেঁয়াজ আমদানি

- আপডেট সময় : ০৮:১১:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ভারত থেকে দুর্গা পুজার আগেই আবার পেঁয়াজ আমদানি শুরু হবে– এমন খবরে হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে।
গেল সপ্তাহ ধরে মোকামগুলোতে প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি এবং দেশী পেঁয়াজ প্রতিকেজি ৭০ থেকে ৭২ টাকা। হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতীয় পেয়াজ রফতানিকারকরা এলসি করা পেঁয়াজ বাংলাদেশে সরবরাহের অনুমতি পেতে যাচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশকে আশ্বস্ত করেছে সে দেশের ব্যবসায়ীরা। এদিকে বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সহ-সভাপতি শাহিনুর রেজা শাহিন জানান, ভারতীয় রফতানিকারকরা ১৪ সেপ্টেম্বরের আগের এলসি করা পেয়াজ রফতানির অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করে। সেই রিট আবেদনের প্রেক্ষিতে ভারতীয় রফতানিকারকেরা দুর্গা পুজার আগেই ইতিবাচক রায় পাবে বলে বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন।