ভারতে পাচারের সময় বেনাপোলে ১০ পিস স্বর্ণবার উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণবার উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে ব্রীজের উপর অবস্থান করছে। এমন সংবাদে থানা পুলিশের একটি বিশেষ দল এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে গতরাতে অভিযান চালায়। পাচারকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা স্বর্ণেবারগুলো পড়ে যায়। যার ওজন ১ কেজি ১৬২ গ্রাম। বাজার মূল্য ১ কোটি টাকা।