ভারতের সেভেন সিস্টার্সসহ ওই অঞ্চলে পন্য পরিবহনে চট্টগ্রাম বন্দরের শতভাগ প্রস্তুতি চূড়ান্ত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১০:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
 - / ১৬২২ বার পড়া হয়েছে
 
ভারতের সেভেন সিস্টার্সসহ ওই অঞ্চলে পন্য পরিবহনে চট্টগ্রাম বন্দরের শতভাগ প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে চট্টগ্রাম বন্দরের নতুন কেনা গ্যান্ট্রি ক্রেন পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে চট্টগ্রাম বন্দরকে গড়ে তুলতে গত কয়েকবছর ধরেই কাজ চলছে। এর সক্ষমতা বাড়াতে ঢেলে সাজানো হচ্ছে বিভিন্ন জেটি। নতুন জেটি ও ইয়ার্ডও চালু হয়েছে। নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, যাচাই-বাছাই শেষে মাশুল নির্ধারনের পরই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহণ শুরু হবে। এসময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান উপস্থিত ছিলেন।
																			
																		
















