ভারতের সুড়ঙ্গ ধসে টানেলে আটকা পড়া ৪০ শ্রমিককে ৭ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি

- আপডেট সময় : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে টানেলে আটকা পড়া ৪০ শ্রমিককে ৭ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। গত শনিবার এ সুড়ঙ্গে ধস নামে। উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অর্ধেক পর্যন্ত খনন করেছেন তারা। উদ্ধারকাজে আরও সময় লাগবে।
আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের লক্ষ্যে যেখানে ধসের ঘটনা ঘটে, তার পাশ দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। ওই সুড়ঙ্গ দিয়ে পাঠানো হবে পাইপ। আর তার সাহায্যে শ্রমিকদের ওপরে নিয়ে আসার চেষ্টা চালানো হবে। সুড়ঙ্গ খননের জন্য গত বুধবার দিল্লি থেকে বিমানবাহিনীর উড়োজাহাজে একটি বিশালাকার খননযন্ত্র আনা হয়। তবে খননের সময় বড় প্রস্তরখণ্ডে আঘাত হানার কারণে সেটি খননে ব্যর্থ হয়। পরে আরেকটি খননযন্ত্র আনা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। সরকারের সড়ক ও অবকাঠামো করপোরেশনের পরিচালক আনশু মনীষ আজ বলেন, এখন পর্যন্ত ৭৮ ফুট সুড়ঙ্গ খনন করা হয়েছে। আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য আরও ১১৮ ফুট খনন করতে হবে। এজন্য সময় লাগবে।