ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরও ৮ দিন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ভারতের করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাকবে।
ত্রিপুরার আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন কর্তৃক ইস্যুকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে চলমান স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরায় নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত দুই দফায় ২৩ মে বন্ধ ঘোষণা করা হয়।


















