ভারতের প্রধানমন্ত্রীসহ সব অতিথিই আসবে, কেউ রুখতে পারবে না: মোহাম্মদ নাসিম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রীসহ সব অতিথিই আসবে, তাদের কেউ রুখতে পারবে না। বিষয়টি নিয়ে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতেও দেয়া হবে না।
বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আপোস হবে না। বিএনপিকে তাদের পাপ মোচনে কৃতকর্মের ভুল স্বীকার করে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করার আহবান জানান মোহাম্মদ নাসিম। সমাবেশে দ্রুত বিচার আইনে– বিচারের সময় আরো সংক্ষিপ্ত করে নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে নতুন আইন প্রণয়নের পদক্ষেপ নিতে আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।