ভারতের পনেরতম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ভারতের পনেরতম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির এমপি ও বিধায়কেরা এই নির্বাচনে ভোট দিচ্ছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস, তৃণমূল, বামসহ বিরোধী দলগুলোর যশবন্ত সিনহার মধ্যে। ভোটের এই দৌঁড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন এনডিএ’র দ্রৌপদী মুর্মু। তার ঝুলিতে এনডিএ’র ৪৮ শতাংশ ভোটের বাইরে কিছু দলও তাকে সমর্থন দিচ্ছে। তাই, মুর্মুর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার ভোট গণনা হবে।




















