ভারতের এনআরসি নিয়ে বাংলাদেশ সরকারের নতজানু মনোভাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ভারতের এনআরসি নিয়ে বাংলাদেশ সরকারের নতজানু মনোভাবের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন খালেদা জিয়াকে জামিন না দেয়ায় সরকারের সমালোচনা করেন।
আর সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এনআরসি নিয়ে সরকারের নতজানু মনোভাবের তীব্র সমালোচনা করেন।
বর্তমানে দেশের স্বাধীনতা সার্বভৌম হুমকির মুখে বলেও অভিযোগ করেন তিনি।





















