ভারতের উত্তরাখণ্ডে পর্যটকবাহী একটি গাড়ি নদীতে পড়ে ৯ পর্যটক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ভারতের উত্তরাখণ্ডে পর্যটকবাহী একটি গাড়ি নদীতে পড়ে ৯ পর্যটক নিহত হয়েছে। নদীতে পড়ার পর তাদের গাড়িটি তীব্র স্রোতে ভেসে যায়।
ঘটনাস্থল উত্তরাখণ্ডের রামনগরের ধেলা নদী থেকে গাড়ির এক আরোহীকে জীবিত উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তার নাম নাজিয়া। ২২ বছর বয়সী এ নারীকে রামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় পাঞ্জাবের পাতিয়ালা থেকে আসা পর্যটকরা তাদের নিজ রাজ্যে ফিরে যাচ্ছিলেন। পুলিশ জানায়, এ পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দেহগুলো গাড়িতেই আটকা পড়ে আছে।




















