ভারতের অন্ধ্র প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় অশনি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
 - / ১৬৪৩ বার পড়া হয়েছে
 
প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগের উপ-পরিচালক ছানাউল হক মণ্ডল।
তিনি জানান, প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার ৮৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০, মোংলা থেকে এক হাজার ২০ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯’শ ৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও জানান সানাউল হক মণ্ডল। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে জানিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২নম্বর দুরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান আবহাওয়া বিভাগের এই কর্মকর্তা।
																			
																		















