ভারতীয় ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি
- আপডেট সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / ১৭৭০ বার পড়া হয়েছে
অতিবৃষ্টি আর উজান থেকে নামা ভারতীয় ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে বানভাসী লাখো মানুষের। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, তিস্তা নদীর পানি কমলেও এখনো ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা ১১ দিনের বন্যা ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে কাটছে বানভাসীদের দিন। জেলার ১৬টি নদ-নদীর মাঝে থাকা সাড়ে ৪ শতাধিক চরসহ প্রায় দেড় লাখ মানুষ বন্যায় অসহনীয় দিনযাপন করছে।
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দ্বিতীয় ধাপের পানি বৃদ্ধিতে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৬টি উপজেলার ৪১টি ইউনিয়নের নিম্নাঞ্চলের ৩ লাখ মানুষ পানিবন্দী। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা কিংবা আশ্রয়কেন্দ্রে। এদিকে, জামালপুরে বন্যা কবলিত ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আবার বাড়ছে। হঠাৎ করেই বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘন্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়ে এখন বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা। বন্যার্ত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা ও ফসলি জমি পানিতে চলে গেছে। এতে সংকটে পড়েছেন বন্যার্ত এলাকার মানুষেরা।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। ফলে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়ে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার আবারও বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। ফলে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। এদিকে টানা ১০ দিন ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদী। জেলায় ১৬৫টি চরে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি তিনটি পয়েন্টে এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির পর সিলেট-সুনামগঞ্জেও বেড়েছে নদ-নদীর পানি। এতে ভোগান্তি বাড়ছে বানভাসীদের। রাস্তাঘাট ডুবে থাকায় স্থবির জীবনযাত্রা।















