শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো ক্যারিবিয়রা।
লডারহিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারত। ১৭ রানে হারায় দুই উইকেট। পরে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে হার্দিক পান্ডিয়ার দল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন সূর্যকুমার যাদব। তিলক ভার্মার ব্যাট থেকে আসে ২৭ রান। স্বাগতিকদের হয়ে একাই চার উইকেট নেন রোমারিও শেফার্ড। জবাবে ব্যাট করতে নেমে ১২ রানে ওপেনার কাইল মায়ার্সের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপরই দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার ব্রেন্ডন কিংয়ের সাথে ১০৭ রানের জুটি গড়েন নিকোলাস পুরান। ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন পুরান। আর কিং মাঠ ছাড়েন দলকে জিতেয়ে। ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। শাই হোপ অপরাজিত থাকেন ২২ রানে। ম্যাচ সেরা হন রোমারিও শেফার্ড। সিরিজ সেরা নিকোলাস পুরান।



























