ভাগ্য পরিবর্তনে বিদেশীদের কাছে নালিশ না করে সরকারকে জানাতে হবে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করার পরও গুটি কয়েক শ্রমিক নেতা বিদেশিদের কাছে নালিশ করে। ২০২৫ সালের মধ্যে দেশে কোন শিশুশ্রম থাকবে না বলে জানান তিনি। মে দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন বিপুল দেব রায়।
শ্রমিকের ঘামে ভাগ্য পরিবর্তন ঘটে একটি দেশের অর্থনীতির চাকা। আর সেই চাকাকে সচল রাখতে তাদের জীবন মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। তাই প্রতিবছর ঘটা করে পালন করা হয় জাতীয় শ্রমিক দিবস।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়লী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের উন্নয়নে শ্রমিক কল্যাণ তহবিলে মালিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
২০২৫ সালের মধ্যে দেশে কোন কারখানায় শিশু শ্রম ব্যবহার করা যাবে না, জানান সরকার প্রধান।
শ্রমিকদের উন্নয়নে কাজ করার পরেও যারা বিদেশীদের কাছে নালিশ দেয়, তাদের কোন দাবি-দাওয়া থাকলে তা জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।